এই সেই নিষ্ঠুর মহিলা ৮ কুকুরছানা গুলোকে  বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেন।

এই সেই নিষ্ঠুর মহিলা ৮ কুকুরছানা গুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেন।

পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার এক মর্মান্তিক ঘটনায় ঘটেছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তা হাসানুর রহমান নয়ন-এর সরকারি বাসভবনের আঙিনায় সপ্তাহখানেক আগে মা কুকুরটি আটটি ছানার জন্ম দেয়।
, কুকুরছানাদের চিৎকারে বিরক্ত হয়ে ওই কর্মকর্তার স্ত্রী নিশি বেগম ছানাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে মা কুকুরটিকে অস্বাভাবিকভাবে ছোটাছুটি ও আর্তনাদ করতে দেখে স্থানীয়রা পুকুর থেকে বস্তাবন্দী মৃত ছানাগুলো উদ্ধার করে। এই চরম অমানবিক দৃশ্য দেখে মা কুকুরটি মৃত ছানাগুলোর পাশে বসে অসহায়ের মতো কান্নাকাটি করতে থাকে, যা দেখে স্থানীয়দের হৃদয় নাড়া দেয় এবং তারা দ্রুত ছানাগুলোকে মাটি চাপা দেন।

​এই নিষ্ঠুর ঘটনাটি জানার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই কাজকে “চরম অমানবিক ও নিষ্ঠুর” উল্লেখ করে অভিযুক্ত কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রাণিসম্পদ অধিদপ্তর মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। অভিনেত্রী জয়া আহসানসহ অনেকে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এই ‘খুনি’দের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ পাঠিয়েছেন।

আসলে মানুষ কিভাবে পারে এগুলি😔।ভুমিকম্প গুলি কি আর এমনই আসতেছে?
​হৃদয়বিদারক ঘটনাটি দেশের পশুপ্রেমী মানুষদের গভীরভাবে নাড়া দিয়েছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে আমি এর যথাযথ বিচার ও কঠোরতম শাস্তি কামনা করি।

আপনাদের মতামত কমেন্ট করে বলতে পারেন।দোষী দম্পত্তির উপযুক্ত শাস্তির জন্য পোস্ট টি বেশি বেশি শেয়ার করবেন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *