বিয়ের পর ছেলেদের ছোট হোক বা বড় মেয়েদের নিতেই হয়, কী সেটা

বিয়ের পর ছেলেদের ছোট হোক বা বড় মেয়েদের নিতেই হয়, কী সেটা

যারা ভাবেন লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ ক্লিয়ার করাও বেশ সহজ, তাদের জানিয়ে রাখি এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ লিখিত পরীক্ষায় শুধুমাত্র প্রশ্নের উত্তর দিতে হয় আর ইন্টারভিউতে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় যেগুলি বইতেও পাওয়া যায় না। আসলে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু বিভ্রান্তিকর প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই ব্যর্থ হন।

১) প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে?
উত্তরঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন।

২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ছোট হাইওয়েটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ভারতের সবচেয়ে ছোট জাতীয় মহাসড়কটি হলো এনএইচ-৫৪৮। এর দৈর্ঘ্য মাত্র ৫ কিলোমিটার। এটি মহারাষ্ট্র ও কর্নাটককে সংযুক্ত করেছে।

৩) প্রশ্নঃ রাজা টোডরমল কোন শাসকের সাথে যুক্ত ছিলেন?
উত্তরঃ মুঘল শাসক আকবরের রাজত্বকালে রাজা টোডরমল মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন। ।

৪) প্রশ্নঃ পান্না হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশের পান্না শহর জুড়ে প্রায় ৮০ কিলোমিটার বলয়ে অবস্থিত হীরার খনি।

৫) প্রশ্নঃ কোন মহাসাগরকে ‘হেরিং পন্ড’ বলা হয়?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর। আসলে, এই মহাসাগরে প্রচুর পরিমাণে হেরিং মাছ পাওয়া যায় বলে ‘হেরিং পন্ড’ নামেও পরিচিত।

৬) প্রশ্নঃ কোন বিজ্ঞানীকে মেনলো পার্কের জাদুঘর বলা হয়?
উত্তরঃ স্যার টমাস আলভা এডিসনকে।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম সভ্যতা কোনটি?
উত্তরঃ ভারতের প্রথম সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা , যা সিন্ধু নদী উপত্যকা বরাবর গড়ে উঠেছিল।

৮) প্রশ্নঃ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?
উত্তরঃ আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু।

৯) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়?
উত্তরঃ ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয়।

১০) প্রশ্নঃ বিয়ের পর ছেলেদের ছোট হোক বা বড় মেয়েদের নিতেই হয়, সেটা কী?
উত্তরঃ আসলে এখানে পদবীর কথা বলা হয়েছে, বড় হোক বা ছোট হোক মেয়েরা গ্রহণ করে। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয় ইন্টারভিউতে)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *