মেয়েদের শরীরের কোন অঙ্গটি জন্মের পরে আসে এবং মৃত্যুর আগে চলে যায়?

মেয়েদের শরীরের কোন অঙ্গটি জন্মের পরে আসে এবং মৃত্যুর আগে চলে যায়?

ইন্টারভিউতে করা উদ্ভট প্রশ্নগুলির মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। যারা ইন্টারভিউ নেন ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য তারা এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। এই ধরনের প্রশ্ন বই খুঁজলেও পাবেন না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দিতে পারবেন।

১) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দেশটিতে সবচেয়ে বেশি সোনা (Gold) উৎপাদিত হয়?
উত্তরঃ চীন।

২) প্রশ্নঃ কোন উৎসবটি আলোর উৎসব হিসেবে পালিত হয়?
উত্তরঃ দীপাবলি (Diwali)।

৩) প্রশ্নঃ কোন ফলটিতে সমস্ত রকম ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ পেঁপে।

৪) প্রশ্নঃ জানেন ভারতের কোন অংশকে সাত বোনের রাজ্য বলা হয়?
উত্তরঃ উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যকে একত্রে সাত বোন বলা হয়।—নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে ‘সেভেন সিস্টার’ (Seven Sisters) বলা হয়।

৫) প্রশ্নঃ কোন পাখি শুধু মাত্র বৃষ্টির জল পান করে?
উত্তরঃ চাতক পাখি।

৬) প্রশ্নঃ প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ কিষাণ কন্যা (১৯৩৭ সাল)।

৭) প্রশ্নঃ কোন গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয়?
উত্তরঃ শুক্র উল্টো দিকে ঘোরে যার অর্থ শুক্রের উপর সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়।

৮) প্রশ্নঃ নোকিয়া (Nokia) কোন দেশের মোবাইল সংস্থা?
উত্তরঃ ফিনল্যান্ড।

৯) প্রশ্নঃ জানেন ফ্লিপকার্টের (Flipkart) সদর দপ্তর কোথায় রয়েছে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।

১০) প্রশ্নঃ ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ পরম ৮০০০ (PARAM 8000)।

১১) প্রশ্নঃ প্লাস্টিক পচতে কত বছর সময় লাগে?
উত্তরঃ ৪৫০ বছর।

১২) প্রশ্নঃ কোন গ্রহকে রাতের লাল রঙের দেখায়?
উত্তরঃ মঙ্গল গ্রহ।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম করোনাভাইরাসের (Coronavirus) রোগীর খোঁজ পাওয়া যায়?
উত্তরঃ কেরালা (Kerala)।

১৪) প্রশ্নঃ কোন দেশটি দীর্ঘ সময় ধরে পরাধীন ছিল?
উত্তরঃ ভারতবর্ষ।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি জন্মের পরে আসে এবং মৃত্যুর আগে চলে যায়?
উত্তরঃ মানব শরীরের দাঁত সেই অংশ, যা জন্মের পরে আসে এবং বৃদ্ধ বয়সে মারা যাওয়ার আগে চলে যায়। (প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে বিভ্রান্ত করা হয়)।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *